Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটির লিগ শিরোপা এখনো নিশ্চিত নয়: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৪ ১০:৫১ | আপডেট: ১৮ মে ২০২৪ ১০:৫২

লিগের শেষ ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন সিটি

মৌসুমের শুরু থেকেই প্রিমিয়ার লিগের শীর্ষস্থানের লড়াইটা ছিল কার্যত মিউজিক্যাল চেয়ার। আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মাঝেই ত্রিমুখী লড়াই চলেছে মৌসুমজুড়েই। লিগের একদম অন্তিম মুহূর্তে এই লড়াইটা চলছে আর্সেনাল ও সিটির মাঝে। শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয় পেলেই টানা চতুর্থ লিগ শিরোপা ঘরে তুলবে সিটি। সমীকরণ ও প্রতিপক্ষ অনেকটাই সহজ হওয়ায় অনেকেই এরই মাঝে সিটির হাতে শিরোপা দেখছেন। তবে সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন, এখনো শিরোপা জয় নিশ্চিত নয় সিটিজেনদের।

বিজ্ঞাপন

৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে যেকোনো ব্যবধানে জয় পেলেই কোন সমীকরণের দিকে তাকাতে হবে না সিটিকে। তবে হেরে গেলে কিংবা ড্র করলে তাকিয়ে থাকতে হবে আর্সেনাল-এভারটন ম্যাচের দিকে। আর্সেনাল পয়েন্ট হারালে ড্রই যথেষ্ট হবে সিটির লিগ জয়ের জন্য। তবে আর্সেনাল জিতে গেলে তখন গোল ব্যবধানই হয়ে উঠবে মুখ্য বিষয়। সেখানেও দুই দল একেবারেই কাছাকাছি অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিপক্ষ হিসেবে টেবিলের ৯ম স্থানে থাকা ওয়েস্ট হ্যাম তুলনামূলক সহজ প্রতিপক্ষ হওয়ায় সিটির শিরোপা জয়কে অনেকেই বলছেন সময়ের ব্যাপার মাত্র। তবে গার্দিওলা দলকে সতর্ক করে জানালেন, এখনো শিরোপা লড়াই বাকি আছে, ‘ওয়েস্ট হ্যাম আমাদের হারানোর জন্য সবটুকু দিয়েই চেষ্টা করবে। আমরা একটা কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত। আমি দলের সবাইকে মনে করিয়ে দিতে চাই টটেনহাম কীভাবে লড়াই করেছে। ওয়েস্ট হ্যামও তেমনটাই করবে। আমাদের সেভাবেই প্রস্তুত থাকতে হবে।’

তবে গার্দিওলা এটাও মানছেন, নিজেদের ভাগ্য নিজেদের হাতে থাকার কিছুটা এগিয়ে আছে সিটি, ‘আপনি যদি লিগের শুরুতে সব দলকে জিজ্ঞাসা করতেন শেষ ম্যাচের এমন সমীকরণে কে এগিয়ে থাকবে, তাহলে অবশ্যই সিটির নাম আসতো। একটাই ম্যাচ বাকি, আমাদের ভাগ্যও নিজেদের হাতেই। এই ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন। সব দল এমন অবস্থায় থাকতে চায়। কিন্তু কাজটা একদমই সহজ হবে না।’

শেষ পর্যন্ত শিরোপা কার হাতে ওঠে, সেটা জানা যাবে ১৯ মে রাতেই।

সারাবাংলা/এফএম

পেপ গার্দিওয়ালা প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর