Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ তলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৪ ২২:২৫

ঢাকা: রাজধানীর চকবাজার ইসলামবাগে ছয়তলা বাসার ছাদ হইতে পড়ে শফিকুল ইসলাম (২৩) নামে এক যুবক মারা গেছে।

শুক্রবার (১৭মে) রাত সারে ৮টার দিকে ঘটিকায় চকবাজার ইসলামবাগের বাসায় ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় স্বজনরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সারে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত শফিকুলের চাচা হাজী মো. বাদল জানান, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামে। বাবার নাম আব্দুর রশীদ হাওলাদার। বর্তমানে চকবাজার ইসলামবাগের ওই বাসার ৬তলায় ভাড়া থেকেন। ইসলামপুরে তাদের কাপড়ের ব্যবসা রয়েছে।

তিনি আরো জানান, আজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারাদিন বাসায় ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গড়মে ছাদে বাতাসে গিয়েছিল। সেখান থেকে অসাবধনতাবসত নিচে পড়ে যায় শফিকুল। দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

ছাদ থেকে পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর