Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৪ ২১:১৩

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (১৭ মে) বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

এ সময়ে কারাফটকে তাকে স্বাগত জানাতে শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাবিবুর রশিদ হাবিব বলেন, পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে এই সরকার। তারা শুধু বিএনপি নেতা-কর্মী নয়, দেশের জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভোমত্ব সব কিছুকে ধ্বংস করেছে। এই মাফিয়া আর পুতুল সরকার থেকে মুক্তি পেতে আন্দোলনের বিকল্প নেই।

গত ১৮ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে হাবিবুর রশীদ হাবিবকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে তিন মামলায় ৬ বছর নয় মাসের সাজা দেন আদালত। এছাড়া দুটি মামলা গ্রেফতারি পরোয়ানাও ছিল। সব মামলায় জামিন শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

সারাবাংলা/এজেড/একে

জামিন বিএনপি হাবিব