Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার শাস্তি দেওয়ার কায়দা একটু ভিন্ন রকম: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৪ ২০:১৬ | আপডেট: ১৮ মে ২০২৪ ১২:২৭

ফাইল ছবি

ঢাকা: নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। ঘরের ভেতর ঘর করবেন না। মশারির মধ্যে মশারি খাটাবেন না। শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা ডিসিপ্লিন ভঙ্গ করবে অবশ্যই তাদের শাস্তি ভোগ করতে হবে। শেখ হাসিনার শাস্তি দেওয়ার কায়দা একটু ভিন্ন রকম। যারা বুঝেছেন, পেয়েছেন সে শাস্তি তারা ঠিকই বুঝেছেন। আর যারা পাননি তাদের স্মরণ করিয়ে দিচ্ছি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ মে) বিকেলে রাজধানীর তেজগাঁওতে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যলয়ে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘দেখেশুনেই কথাটি বলছি। আমরা যেন আমাদের নিজেদের শত্রু নিজেরা না হই। আপন ঘরে যাদের শত্রু তাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রুর কোনো দরকার নেই।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন থেকে নেতাকর্মীদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

নেত্রীর কথা এবং নির্দেশনা দলের নেতাকর্মীদেরকে মেনে চলতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তার নির্দেশনার বাইরে কেউ যেন আমরা কোনো অপকর্ম না করি। অপকর্ম যারা করেন শুদ্ধ হয়ে যান। মনে করছেন চুপচাপ আছে? কেউ শাস্তি পাচ্ছে না কেন? পাবে! শাস্তি পাবে। গত নির্বাচনে ৭৫ জন এমপি নমিনেশন পায়নি। এটিও শাস্তি। কাজেই এখানেই সব শেষ নয়। শাস্তি দেওয়ার অনেক সময় আছে। সময়মতো হিসাব হবে। কেউ রেহাই পাবে না।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন প্রচার প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম।

সভায় বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ, ডা. নুজহাত চৌধুরী, ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ, ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ ওবায়দুল কাদের টপ নিউজ দলীয় শৃঙ্খলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর