Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই সরকার বিশ্বাসঘাতক: নিতাই রায় চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৪ ১৮:০১

ঝিনাইদহ: বিদেশি প্রভুদের পদলেহন করে ক্ষমতাসীন সরকার এ দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (১৭ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষমতাসীন যে সরকার সেই সরকার সম্পূর্ণরূপে ফ্যাসিস্ট। রাষ্ট্রযন্ত্রকে দখলে নিয়ে তারা বাংলাদেশকে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশকে ধংসের দারপ্রান্তে নিয়ে গেছে এই সরকার। বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের এই প্রিয় মাতৃভুমি, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তারা জলাঞ্জলি দেবে।’ তাই এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে নেতাকর্মীদের বিদ্রোহ করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি, যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব সাদাত হোসেন, ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শুরুতে শহরের কবিরপুর মোড় এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করেন নেতাকর্মীরা। সেখান থেকে শুরু করে নতুন ব্রিজ এলাকায় গিয়ে কর্মসূচি শেষ করেন। কর্মসূচিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আওয়ামী লীগ টপ নিউজ নিতাই রায় চৌধুরী ফ্যাসিস্ট সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর