৬ তারিখ বাজেট দেব, বাস্তবায়নও করব: প্রধানমন্ত্রী
১৭ মে ২০২৪ ১৪:৫৮ | আপডেট: ১৭ মে ২০২৪ ১৬:৪৫
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেব। বাজেট আমরা ঠিক মতো দিতে পারব এবং সেটা বাস্তবায়নও করব।
তিনি বলেন, যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা কৃচ্ছতা সাধন গিয়েছি, এই কৃচ্ছতা সাধনের ফলাফলটা হচ্ছে, হয়তো আমাদের জিডিপি যেটা গতবার পেয়েছিলাম, তার চেয়ে কিছুটা কমবে। সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারব, সে বিশ্বাস আছে। সেভাবেই আমরা পরিকল্পনা নিচ্ছি। আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। কারও কাছে হাত পেতে নয়, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে।
শুক্রবার (১৭ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি আজ অর্থনীতি সমিতির প্রোগ্রামে আসছি। এখানে অনেকের অনেক বড় বড় ডিগ্রি আছে। আমার কিন্তু তা নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেছি। অর্থনীতির সুক্ষ ও জটিল বিষয়াদি আপনাদের মতো আমি বুঝি না। এতটুকু বুঝি কীভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হয়। কীভাবে মানুষের উপকার হবে। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকেই আমি এটা শেখেছি। তিনি তো বেশিরভাগ সময়ই জেলে থাকতেন। যতক্ষণ বাইরে থাকতেন। আমাদের সঙ্গে গল্প করতেন- কীভাবে তিনি দেশের মানুষের জন্য কাজ করতে চান, কীভাবে গ্রামগুলোকে সাজাবেন। প্রতিটি মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করবেন? কী করলে মানুষের কল্যাণ হবে?
বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের প্রত্যয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জাতির পিতার মূল লক্ষ্যটা ছিল বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি করা। কিন্তু সেই কাজটা তিনি সম্পূর্ণ করে যেতে পারলেন না। তবে তিনি পথ দেখিয়ে গেছেন।
বক্তব্যে তিনি বৈশ্বিক পরিস্থিতি, যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশনের প্রসঙ্গ তুলে ধরেন এবং সবকিছু মিলিয়ে সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, ডলারের দাম বৃদ্ধি, ঋণের সুদ বেশি দিতে হচ্ছে সবদিক থেকে একটা প্রচণ্ড চাপ রয়েছে বলেও জানান তিনি।
পঁচাত্তরের হত্যকাণ্ডের মধ্য দিয়েই বাংলাদেশের অগ্রযাত্রা থেমে যায় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা মাথাপিছু আয় ৯৭ মার্কিন ডলার দিয়ে শুরু করেছিলেন এবং ২৭৭ মার্কিন ডলারে উন্নীত করেছিলেন। ১৯৭৬ সালে মিলিটারি ডিকটেটররা ক্ষমতায় আসে, ‘মার্শাল ল’ জারি হয়, খুনি মোস্তাক গং যখন ক্ষমতা দখল করে তখন থেকে মাথাপিছু আয় কিন্তু ক্রমাগত কমেছে, বৃদ্ধি পায়নি। ১৯৯১ সালে আমরা যখন অনেক সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করি; যদিও আমরা ক্ষমতায় ছিলাম না, সেই পর্যন্ত যদি হিসাব নেন তাহলে দেখবেন মাত্র ছয় ডলার বৃদ্ধি পেয়েছিল। ১৯৭৬ থেকে ১৯৯১ পর্যন্ত মাত্র ছয় ডলার!
শেখ হাসিনা বলেন, আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই, দেশের মাটি ও মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু’একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা; এটাই কাজে লাগবে। কাজেই সেইভাবে আপনারা আপনাদের নীতিমালা করবেন। হ্যাঁ, বাইরে থেকে আমরা শিখব কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব। মানুষকে দেখে করব। আমাদের কী সম্পদ আছে সেটা দেখে করব।
তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে বাজার সৃষ্টি হচ্ছে আবার পাশাপাশি রপ্তানিও আমাদের বাড়াতে হবে। কিন্তু আমাদের অর্থনীতির গতিটা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম মাঝখানে কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্য আমাদের বাধা এল। যদিও আমাদের দেশের অভ্যন্তরেও কিছু বাধা হয়েছিল আপনারা জানেন।
এসময় তিনি বিগত সময়ে সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস, হরতাল অবরোধের প্রসঙ্গ তুলে ধরেন। শেখ হাসিনা তিনি বলেন, এইগুলোই তো আমাদের সামাল দিতে হয়। একদিকে এই দুর্যোগ অপরদিকে আন্তর্জাতিক চাপ। সবকিছু মিলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি।
২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার পুর্ণব্যক্ত করে শেখ হাসিনা বলেন, আমি অনেক বাধা অতিক্রম করে গুলি বোমা গ্রেনেড সবকিছু হজম করেছি। কিন্তু আমার লক্ষ্য হচ্ছে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এই দেশকে উন্নত করা। আমরা অনেক দূর এগিয়ে গেছি ইনশাআল্লাহ।
তিনি বলেন, এই দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবেই আমরা এগিয়ে যাব। যত বাধাই আসুক, সে বাধা বাধা নয়। সব বাধা আমরা অতিক্রম করতে পারব। বঙ্গবন্ধু বলেছিলেন কেউ দাবায়ে রাখতে পারবা না। বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নই আমার একমাত্র লক্ষ্য। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
সারাবাংলা/এনআর/এনইউ
টপ নিউজ প্রধানমন্ত্রী বাজেট বাংলাদেশ অর্থনীতি সমিতি শেখ হাসিনা