Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আগে যাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৪ ১৪:৩০ | আপডেট: ১৭ মে ২০২৪ ১৬:২৬

মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

বিশ্বকাপ শুরুর বাকি আর ১৪ দিন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এবারের টি-২০ বিশ্বকাপের দলগুলো খেলবে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ। প্রকাশ করা হয়েছে সেই ম্যাচগুলোর ভেন্যু ও সূচি। মূল পর্ব শুরুর আগে বাংলাদেশও পাচ্ছে দুটি প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচে ভারত ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

তিন আগে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। দুদিন আগে বিশ্বকাপকে সামনে রেখে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রে পৌঁছে স্বাগতিক দেশটির বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্যারি স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে সেই যুক্তরাষ্ট্রেরই মুখোমুখি হবেন শান্তরা।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের ভেন্যু অবশ্য এখনো নির্ধারণ করা হয়নি।

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

সারাবাংলা/এফএম

টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ ভারত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর