Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন, ২২ বছর পর গ্রেফতার স্বামী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ মে ২০২৪ ০৯:১৯ | আপডেট: ১৭ মে ২০২৪ ০৯:৫০

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক স্বামীকে ঘটনার ২২ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। ২০০২ সালে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন তিনি। এ হত্যা মামলায় ২০০৯ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে বেগমগঞ্জের চৌরাস্তা পৌর বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সামছুদ্দিন (৫৫) জেলার সদর উপজেলার মাইজছড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

বিজ্ঞাপন

র‍্যাব-১১ সিপিসি-৩-এর কর্মকর্তারা জানান, আসামি সামছুদ্দিন ও তার পরিবারের সদস্য জয়নাল আবেদীন, মনোয়ারা বেগম ও বিলকিস বেগম মিলে সামছুদ্দিনের স্ত্রী আয়েশা খাতুনকে শারীরিক নির্যাতন করতেন। একপর্যায়ে তারা শ্বাসরোধ করে আয়েশা খাতুনকে হত্যা করেন। এ ঘটনায় সুধারাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোখলেছুর রহমান বাদী হয়ে ২০০২ সালের ১৩ জুন সুধারাম থানায় মামলা করেন।

দীর্ঘ সাত বছরের বিচারিক কার্যক্রম শেষে ২০০৯ সালের ৩০ জুলাই ওই মামলায় আসামি সামছুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দেন আদালত। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকেই আসামি সামছুদ্দিন গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১১ সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, স্ত্রীকে হত্যার পর ২২ বছর ধরে পলাতক ছিলেন সামছুদ্দিন। তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/টিআর

২২ বছর পর গ্রেফতার টপ নিউজ নোয়াখালী যাবজ্জীবন সাজা স্ত্রীকে হত্যা

বিজ্ঞাপন

প্লেব্যাক করলেন মোশাররফ করিম
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

আরো

সম্পর্কিত খবর