Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তীব্র খরা ও অনাবৃষ্টিতে হাঁড়িভাঙ্গা আম চাষে বড় ক্ষতির শঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৪ ১০:২৯

রংপুর: তীব্র খরা আর অনাবৃষ্টিতে রংপুরের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের ফলনে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। প্রতিদিনই গাছ থেকে শুকিয়ে পড়ে যাচ্ছে আম চাষিদের সেই স্বপ্নের আমের গুটি। তাপপ্রবাহ অব্যাহত থাকলে আম চাষিদের বড় লোকসান গুনতে হবেই অন্যদিকে উৎপাদন কম হলে বাজারে বাড়বে আমের দাম, কমবে ভোক্তার চাহিদা। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন আমচাষিরা।

বিজ্ঞাপন

রংপুরে হাঁড়িভাঙ্গা আম চাষে দিনদিন মানুষের ভাগ্য উন্নয়নের কারণে গত ১০ বছরে হাঁড়িভাঙ্গা আম বাগানের সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। রংপুরের মিঠাপুকুরের খোরাগাছ ইউনিয়নে একসময়ে যেসব কৃষিজমিতে ধান, গম, ভুট্টাসহ অন্যান্য ফসল ফলাতেন কৃষক সে সব মাঠের সবুজ প্রান্তরে চোখ-জুড়ানো আমের বাগান এখন। অধিকাংশ বাগানের গাছেই সবুজ পাতায় আচ্ছাদিত তবে নেই কাঙ্ক্ষিত আম; আমের গুটি। ছোট ছোট যে আম এসেছে তাও ঝরে পড়ছে রোদের তীব্রতায়।

বিজ্ঞাপন

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, দেশের অন্যান্য স্থানে বৃষ্টি হলেও রংপুরে বৃষ্টি নেই। এক সপ্তাহ থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, ‘আমের মুকুল আসার সময় পরপর কয়েক দিন বৃষ্টি হওয়ায় প্রথম দফায় সমস্যা হয়েছে। আর এখন চলছে টানা তাপপ্রবাহ। দেশের অন্যান্য স্থানে বৃষ্টি হলেও রংপুরে বৃষ্টি নেই। এ সব নানা কারণে হাঁড়িভাঙ্গা আমের ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে।’

আমচাষি খোরাগাছ এলাকার মিজান মিয়া বলছেন, আমের মুকুল আসার সময় পৌষ-মাঘ মাসে বৃষ্টি হওয়ায় বাগানের কিছুটা ক্ষতি হয়েছে। তার ওপর টানা খরা ও তাপপ্রবাহে আমগাছে পোকার আক্রমণ হয়েছে। ফলে ঝরে পড়েছে আমের গুটি। পোকা দমনে কীটনাশক ও সেচ দিয়েও খুব একটা কাজ হয়নি। ফলে আম উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরেক আমচাষি শরিফ চৌধুরী বলেন, ‘এবার আমের গুটিও কম হয়েছে। তার ওপর একটানা প্রচণ্ড গরম ও রোদের তাপে আমের গুটির গোড়া শুকিয়ে পড়ে গেছে। আমের গুটি রক্ষায় আমগাছের গোড়ায় পানি দিয়েও কাজ হয়নি। এবার আমগাছে ফলন কম। আকারও খুব একটা বড় হবে না।’

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, এ বছর জেলায় ৩ হাজার ৩৩৫ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। এর মধ্যে হাঁড়িভাঙ্গা আমের চাষাবাদ করা হয়েছে ১ হাজার ৯০৫ হেক্টর জমিতে। এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার মেট্রিক টন।

সারাবাংলা/একে

আম আম চাষ রাজশাহী

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর