চমকপ্রদ ভিডিওতে আফগানিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন
১৬ মে ২০২৪ ২১:০৫ | আপডেট: ১৭ মে ২০২৪ ১৬:৪১
টি-২০ বিশ্বকাপের বাকি আর অল্প কিছুদিন। বিশ্বকাপকে সামনে রেখে একে একে দলগুলো ঘোষণা করেছে স্কোয়াড। এখন পালা জার্সি উন্মোচনের। তবে অন্য দশটা দেশের মতো হোটেল কিংবা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন করেনি আফগানিস্তান। আফগান শিশুদের নিয়ে তৈরি করা চমকপ্রদ এক ভিডিওর মাধ্যমে আসন্ন বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে রশিদ খানরা।
আফগান ক্রিকেট বোর্ড আজ এক ভিডিওর মাধ্যমে উন্মোচন করেছে টি-২০ বিশ্বকাপের জন্য নতুন জার্সি। ভিডিওতে দেখা যায়, দেশটির পাহাড়ি অঞ্চল থেকে অনেক বাধা পেরিয়ে কিছু শিশু এসেছে আফগান ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে থাকা একটি পানির পাত্রে তারা নিজ নিজ অঞ্চল নিয়ে নিয়ে আসা বিভিন্ন জিনিস রাখে। দেশটির মানচিত্র, পাথর, গমের শীষ; সবকিছু মিলিয়ে কিছুক্ষণের মাঝেই জাদুবলে তৈরি হয় দুর্দান্ত এক জার্সি।
আর সেই জার্সি তৈরি হতেই পাশ থেকে এগিয়ে আসেন আফগান ক্রিকেটাররা। পাত্রে উপরে হাত দিলেই তাদের গায়ে জড়িয়ে যায় নিজ নামের জার্সিগুলো। সেই জার্সি গায়ে জড়িয়েই শুরু করেন অনুশীলন।
৪ জুন উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানদের বিশ্বকাপ যাত্রা।
সারাবাংলা/এফএম