Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতাদের মাথা ঘুরে গেছে: হাছান মাহমুদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৪ ২০:২১ | আপডেট: ১৭ মে ২০২৪ ০০:২৯

ঢাকা: যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনে বিএনপি নেতাদের মাথা ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। আগে বিএনপির কয়েকজন ‘আবোলতাবোল’ কথা বললেও এখন সিনিয়র অনেক নেতা ‘আবোলতাবোল কথা’ বলছেন বলে মনে করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর তাদের মাথা আরও ঘুরে গেছে। তারা অনেক চেষ্টাও করেছিল দেখা করার জন্য। কিন্তু তাদের আশায় গুড়েবালি! যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়। এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ। আসলে বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে। আগে দেখতাম কয়েকজন আবোলতাবল বলে। এখন দেখি অনেক সিনিয়ররাও আবোলতাবোল বলা শুরু করেছেন আশার আলোর না দেখলে এরকমটা হয়।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

বিএনপিকে উদ্দেশ্য করে সভায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ষড়যন্ত্র করে কোনো লাভ হয় নেই। আপনারা নির্বাচন থেকে বাইরে থাকার ষড়যন্ত্র করছেন, এতে করে আপনাদের আকাশটা ছোটো হয়ে আসবে। আমরা চাই না, বিএনপি দুর্বল হয়ে যাক। তারা বরং শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখুক।’

তিনি বলেন, “১৯৮১ সালের সম্মেলনে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। আমি তখন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আমরা সে সময় প্রচণ্ড উদ্বেগে ছিলাম। দল না ভাগ হয়ে যায় আবার! দলের নেতৃত্বের প্রশ্নে যখন শেখ হাসিনার নাম আসে, তখন উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। তাকে জানানোর পর প্রথমে তিনি ‘না’ করেছিলেন। সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে তিনি বাংলাদেশে আসেন।”

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বিভক্ত করার জন্য জিয়াউর রহমান নানান ষড়যন্ত্র করেছিল। ৭৯ সালেও এই চেষ্টা করেছিল। সে জন্য আমরা সাধারণ কর্মীরা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। এমনকি, তার আগমন ঠেকানোর জন্য জিয়া সমস্ত চেষ্টা করেছিল। যেন বড় কোনো সমাবেশ না হয়, সে জন্য সব ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংঘটিত হয়।’

সাবেক দুই রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং জিয়াউর রহমান শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমরা তার সঙ্গে কতটুকু থাকতে পেরেছি জানি না, তিনি আমাদের সঙ্গে সবসময় ছিলেন এবং আছেন। তিনি কখনও দ্বিধান্বিত হননি। সংগ্রামের কাফেলা থেকে পিছপা হননি। তাকে ১৯ বার হত্যাচেষ্টা হয়েছে।’

‘জিয়াউর রহমান ও এরশাদ দুজনই তাকে হত্যা করার চেষ্টা করেছে । একবার নয়; বহুবার। কিন্তু তিনি কখনও পিছপা হননি।’

শেখ হাসিনার প্রত্যাবর্তনের স্মৃতিচারণ করে হাছান মাহমুদ বলেন, “যেদিন তিনি দেশে ফিরছেন, সেদিন ছিল প্রচণ্ড ঝড়! যেন প্রকৃতি তোপধ্বনি গাইছে। সে বৈরী আবহাওয়ার মধ্যে লাখেলাখে মানুষ সমবেত হয়েছিল। আমরা স্লোগান তুলেছিলাম—‘ঝড় বৃষ্টি আধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে।”

তিনি বলেন, ‘আজ থেকে ১৫ বছর আগের বাংলাদেশ এবং এখনকার বাংলাদেশের চিত্র এক নয়। দারিদ্রসীমা ৪১ থেকে ১৮.৫ শতাংশে নেমে এসেছে। চরম দারিদ্রের হার ২০ থেকে ৫ শতাংশে নেমে এসেছে।এগুলো আমাদের নয়; বরং বিভিন্ন বিশ্ব সংস্থার প্রাক্কলন।’

সারাবাংলা/আরআইআর/একে

টপ নিউজ বিএনপি হাছান মাহমুদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর