বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
১৬ মে ২০২৪ ১২:৪৭ | আপডেট: ১৬ মে ২০২৪ ১২:৪৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজানে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধে এ খুনের ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ মে) রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া (৪৫) ওই এলাকার মমতাজ মিয়ার ছেলে। ঘাতক বড় ভাইয়ের নাম সোনা মিয়া বলে জানা গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সারাবাংলাকে জানান, নিহত সোহাগ মিয়ার সঙ্গে তার বড় ভাই সোনা মিয়ার জমির বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে আদালতে একটি মামলাও চলছিল। বুধবার আদালতে শুনানি শেষে বাড়িতে ফিরে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
রাতে আবারও তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ঘর থেকে ধারালো ছুরি এনে সোহাগ মিয়াকে ছুরিকাঘাত করে সোনা মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। মামলা হলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
সারাবাংলা/আইসি/ইআ