Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এখন শঙ্কামুক্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৪ ১০:৩৯

আততায়ীর পাঁচটি গুলিতে জীবনসংকট তৈরি হয়েছিল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর। দীর্ঘ অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন শঙ্কামুক্ত।

স্লোভাকিয়ার উপপ্রধানমন্ত্রী তোমাস তারাবা বিবিসিকে বলেন, প্রধানমন্ত্রী বরার্ট ফিকো এখন আর জীবনশঙ্কা পরিস্থিতিতে নেই। দীর্ঘ অস্ত্রোপচার হয়েছে। আমাদের সৌভাগ্য, তার অস্ত্রোপচারটি ভালো হয়েছে। তিনি আমাদের মাঝে বেঁচে ফিরবেন বলেই সবাই প্রত্যাশা করছি।

বিজ্ঞাপন

উপপ্রধানমন্ত্রী আরও বলেন, তিনি মারাত্মক জখম হয়েছিলেন। আততায়ীর একটি বুলেট তার পাকস্থলীতে পর্যন্ত ঢুকে গিয়েছিল। দ্বিতীয় একটি বুলেট তার শরীরের সংযোগস্থলে আঘাত করেছিল। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়।

এর আগে বুধবার (১৫ মে) স্লোভাকিয়ার মধ্যাঞ্চলের হ্যান্ডলোভা নগরীতে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন প্রধানমন্ত্রী ফিকো। ফিকো সরকারি একটি বৈঠকে যোগ দিতে হ্যান্ডলোভা গিয়েছিলেন। সেখানেই অজ্ঞাত বন্দুকধারী তাকে একাধিকবার গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হেলিকপ্টারে করে বানস্কা বাইস্ত্রিকায় নিয়ে যাওয়া হয়।

স্লোভাকিয়ার মন্ত্রীরা বলছেন, ফিকোর ওপর এই হামলার পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব কাজ করে থাকতে পারে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে। ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

তবে স্থানীয় গণমাধ্যমগুলোর খবর বলছে, হামলাকারী ব্যক্তিটি ৭১ বছর বয়সী। তিনি একটি শপিং মলের নিরাপত্তা কর্মী ছিলেন। পাশাপাশি তিনি তিনটি কবিতার বই লিখেছেন। একটি সাহিত্য সভারও প্রতিষ্ঠাতা তিনি। আকতুয়ালিটি ডটএসকে নিউজ পোর্টাল ওই ব্যক্তির ছেলেকে উদ্ধৃত করে জানিয়েছে, ওই ব্যক্তি একটি বন্দুকের লাইসেন্সধারী।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, আটক অবস্থায় হামলাকারী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় তিনি জানান, সরকার যে নীতিতে দেশ চালাচ্ছে, তার সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন। সুনির্দিষ্টভাবে তিনি গণমাধ্যমকে ধ্বংস করার কথা উল্লেখ করেন।

রাজনৈতিভাবে বিরোধী হলেও স্লোভাকিয়ার বিদায়ী প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হামলাকে ‘অগ্রহণযোগ্য’ অভিহিত করে তিনি বলেন, সমাজে বিদ্বেষমূলক প্রচার-প্রচারণা যা আমরা দেখছি, সেগুলো ঘৃণ্য কর্মকাণ্ডের দিকে সবাইকে ধাবিত করে। দয়া করে এগুলো বন্ধ করুন।

৬০ বছর বয়সী ফিকো গত বছর চতুর্থ মেয়াদে স্লোভাকিয়ার নির্বাচিত হন। ২০০৬ সালে তিনি প্রথমবার দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন। ২০১০ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের পর বিরোধী দলীয় নেতা ছিলেন তিনি। পরে ২০১২ ও ২০১৬ সালের নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয়বারের মতো তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে মেয়াদ পূরণ না করে ২০১৮ সালে তিনি পদত্যাগ করেন। সর্বশেষ গত বছরের ২৫ অক্টোবর চতুর্থবারের মতো ফিরো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

সারাবাংলা/টিআর

আততায়ীর গুলি টপ নিউজ রবার্ট ফিকো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী