বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের অফিশিয়াল ফটোসেশন
১৫ মে ২০২৪ ১৮:০৪ | আপডেট: ১৫ মে ২০২৪ ১৮:৩৫
টি-২০ বিশ্বকাপের বাকি আর দুই সপ্তাহ। বিশ্বকাপকে সামনে রেখে গতকাল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। আজ, ১৫ মে রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে মিরপুর স্টেডিয়ামে দুপুরে হয়ে গেল বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশন।
ওয়ানডে বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে বাংলাদেশ দলের সাদামাটা ফটোসেশন নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। এবার খানিকটা ‘পরিপাটি’ হয়েই ফটোসেশনে এলেন দলের সবাই। স্কোয়াডের ১৫ জনের সাথে ফটোসেশনে ছিলেন কোচ হাথুরুসিংহে। সবার পরনে ছিল একই ধরনের স্যুট, টাই।
শান্ত-সাকিবদের সাথে ফটোসেশনে আরও ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও।
আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা। ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু ৮ জুন। ডালাসে সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সারাবাংলা/এফএম