Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মীরে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৪ ১২:৪০ | আপডেট: ১৫ মে ২০২৪ ১৬:০২

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ময়দা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ নেমেছে হাজারো মানুষ। প্রশাসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন।

বিবিসির এক বলা হয়েছে, কাশ্মীরে শুক্রবার (১০ মে) থেকে তারা আন্দোলন করছে। সহিংসতা তীব্র হওয়ায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। এছাড়া স্কুল, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানায়, নিহত চারজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা। পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালের একজন চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

সোমবার (১৪ মে) দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ২ হাজার ৪০০ কোটি পাকিস্তানি রুপি ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছেন, যেন পণ্য ও সেবার মূল্য সাধারণ মানুষের নাগালে থাকে।

এরপর মঙ্গলবার (১৫ মে) এই আন্দোলন থামানোর ঘোষণা দিয়েছেন আয়োজকরা। আন্দোলনের আয়োজক শওকত নওয়াজ মীর বলেন, সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। তাই আমরা আন্দোলন বন্ধ করেছি।

এ ছাড়া আন্দোলনে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণও দাবি করেন তিনি।

সারাবাংলা/ইআ

কাশ্মীর টপ নিউজ বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর