Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোতে রেফারির সাথে কথা বললেই হলুদ কার্ড!

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৪ ১১:৩৪ | আপডেট: ১৫ মে ২০২৪ ১১:৪৯

ইউরোতে থাকছে নতুন নিয়ম

খেলার মাঠে হরহামেশাই রেফারির সাথে তর্কে জড়ান ফুটবলাররা-কোচরা। রেফারির সাথে তর্কে জড়িয়ে কার্ডও দেখেন তারা। এবার ইউরো ২০২৪ কে সামনে রেখে নতুন নিয়ম ঘোষণা করেছে ইউয়েফা। নতুন নিয়মে ম্যাচ চলার সময় রেফারির সাথে দুই দলের অধিনায়ক ছাড়া আর কেউই কোন ব্যাপারে কথা বলতে পারবেন না। কেউ কথা বলতে চাইলে তাইলে দেখানো হবে হলুদ কার্ড!

বেশ কয়েক বছর ধরেই রেফারির সাথে ফুটবলারদের তর্ক কমানোর জন্য নতুন এই নিয়ম চালুর কথা ভাবছিল ইউয়েফা কমিটি। ইউরোপের বেশ কিছু লিগে পরীক্ষামূলকভাবে এটি চালু করলেও সেটা তেমন আলোর মুখ দেখেনি। আসন্ন ইউরোকে সামনে রেখে অবশেষে কঠিন এই নিয়ম ঘোষণা করেছে তারা।

বিজ্ঞাপন

ইউয়েফা রেফারি কমিটির চেয়ারম্যান রবার্তো রোসেতি বলছেন, রেফারির উপর চাপ কমাতেই এমন সিদ্ধান্ত, ‘আধুনিক ফুটবলে রেফারির দায়িত্ব পালন করা কঠিন। প্রতি ম্যাচে আপনাকে ২০০-২৫০ সিদ্ধান্ত দিতে হয়। প্রতি ২২ সেকেন্ডে একটি সিদ্ধান্ত দেওয়া সহজ কাজ না। সাথে ভিএআরও যোগ হয়েছে। এরকম চাপের মাঝে যদি ফুটবলাররা চতুর্দিক থেকে কথা বলতে আসে তখন কাজটা আরও কঠিন হয়ে যায়। রেফারিদের সাথে তাই শুধু অধিনায়কই কথা বলবেন। অধিনায়ক গোলরক্ষক হলে তারা একজন প্রতিনিধি ঠিক করে দেবেন। আমরা চাই ফুটবলার ও কোচরা যেন ব্যাপারটা বুঝতে পারেন।’

নতুন এই সিদ্ধান্ত ফেয়ার প্লেতে সাহায্য করবে বলেই আশা রোসেতির, ‘মাঠে ফুটবলার, কোচদের আচরণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা সবাই ফেয়ার প্লে চাই। মাঠের সবাই একসাথে রেফারির সাথে কথা বললে সেটা সম্ভব না। এটা ফুটবলের জন্যও ক্ষতিকর।’

আগামী ১৪ জুন থেকে শুরু হবে ইউরোর এবারের আসর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইউয়েফা ইউরো ২০২৪ নিয়ম রেফারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর