Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেরুতে বাস উল্টে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৪ ১০:৩৯ | আপডেট: ১৫ মে ২০২৪ ১৫:০৪

পেরুতে একটি বাস উল্টে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মে) দেশটির পার্বত্য আয়াকুচো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ৪০ জন যাত্রী নিয়ে লিমা থেকে আন্দিজ পর্বতের দিকে যাচ্ছিল।

আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা সাংবাদিকদের বলেন, ইতিমধ্যেই ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনের মরদেহ বাসের নিচে আটকা পড়ে আছে। শিলাবৃষ্টিসহ খারাপ আবহওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে।

এ ছাড়া বাস দুর্ঘটনায় ১৬ জন নিহতের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন।

সড়কে অব্যবস্থাপনাসহ অন্যান্য কারণে পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে, গত ৩০ এপ্রিল দেশটির কাজামার্কা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ পেরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর