Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টটেনহামকে হারিয়ে শিরোপার আরও কাছে সিটি

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৪ ০৮:১৭ | আপডেট: ১৫ মে ২০২৪ ১২:৪১

আর্সেনালকে টপকে আবার শীর্ষে সিটি

আর্সেনালের সমর্থকরা তাকিয়ে ছিল এই ম্যাচটির দিকে। শিরোপা দৌড়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটিকে রুখে দিতে পারলে আর্সেনালের প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্নটা বাঁচিয়ে রাখতে পারত তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী টটেনহাম। তবে শেষ পর্যন্ত আর্সেনালের লন্ডন প্রতিবেশীরা সেটি করতে পারেনি। টটেনহামের মাঠে জমজমাট এক লড়াই শেষে হালান্ডের জোড়া গোলে জয় তুলে নিয়ে আর্সেনালকে টপকে লিগের শীর্ষে ফিরেছে পেপ গার্দিওলার দল। লিগের শেষ ম্যাচ জিতলেই টানা চতুর্থবারের মতো ট্রফি জয়ের অনন্য রেকর্ড গড়বে সিটিজেনরা।

বিজ্ঞাপন

শেষ ৫ বছরে টটেনহামের মাঠে লিগের ম্যাচে জয় পায়নি সিটি, পায়নি কোন গোলও। তবে এই ম্যাচে শুরু থেকেই একের পর এক আক্রমণে স্পার্সদের রক্ষণভাগকে নাজেহাল করে রেখেছিলেন সিটি ফরোয়ার্ডরা। প্রথম ১৫ মিনিটের মাঝে তিনটি দারুণ সুযোগ এসেছিল সিটির সামনে। তবে ফোডেন, রদ্রি দুজনেই গোল মিস করেছেন। গোলের সুযোগ এসেছিল টটেনহামের সামনেও। সিটির মতো তাদের ফরোয়ার্ডরাও সেটা কাজে লাগাতে পারেননি। হাফ টাইমের ঠিক আগে দারুণ এক সেভে হালান্ডকে গোলবঞ্চিত করেন টটেনহাম কিপার। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধেও দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট এক লড়াই দেখা গেছে। ৫১ মিনিটের মাথায় ডেডলক ভাঙ্গেন হালান্ড। কেভিন ডি ব্রুইনার বাড়ানো বলে দারুণ এক গোলে সিটিকে এগিয়ে দেন হালান্ড। ম্যাচের ৬৯ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন সিটি কিপার এডারসন, তার বদলি হিসেবে নামেন স্টেফান ওর্তেগা। এই ওর্তেগা পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। দুর্দান্ত কিছু সেভ করে টটেনহামকে সমতায় ফিরতে দেননি তিনি।

ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ৮৬ মিনিটে। ওর্তেগাকে একা পেয়েও গোল করতে পারেননি সন। তার শট ডান পা দিয়ে অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে সিটিকে এগিয়েই রাখেন ওর্তেগা। তার এই সেভেই কার্যত শেষ হয়ে গেছে আর্সেনালের শিরোপা জয়ের স্বপ্ন।

ম্যাচের ৯০ মিনিটে বক্সের ভেতর ডকুকে ফাউল করা হলে পেনাল্টি পায় সিটি। পেনাল্টি থেকে হালান্ড নিজের দ্বিতীয় গোল করলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। এই হারে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্নও শেষ হয়ে গেছে টটেনহামের, ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা।

এই জয়ে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে সিটি। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্সেনাল। ১৯ মে লিগের শেষ ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেলেই টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পাবে সিটি।

সারাবাংলা/এফএম

টটেনহাম টপ নিউজ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর