Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে কারাবন্দিদের সঙ্গে লিগ্যাল এইডের সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৪ ০০:২৮ | আপডেট: ১৫ মে ২০২৪ ০০:৪৭

রাঙ্গামাটিতে মঙ্গলবার কারাবন্দি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে কারাবন্দিদের আইনি সহায়তা দিতে প্রতিবন্ধকতা নিরসনে কারাবন্দি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের সমন্বয় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে জেলা কারাগারে সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটির জেল সুপার মো. দিদারুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ।

লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট মাকসুদা হক, শফিউল আলম মিঞা, শহিদুল ইসলাম, রাইসুল কবির হিমুন, জ্ঞানী চাকমাসহ লিগ্যাল এইড ও কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

সমন্বয় সভা ও গণশুনানিতে কারাবন্দিরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় জেলা লিগ্যাল এইড অফিসার কারাবন্দিদের অভিযোগ শোনেন এবং লিগ্যাল এইডের অফিসের কার্যক্রম তুলে ধরে বিনামূল্যে আইনি পরামর্শ দিতে সবাইকে আশ্বস্ত করেন।

সারাবাংলা/টিআর

কারাবন্দি রাঙ্গামাটি লিগ্যাল এইড

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর