Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে গাড়িতে গুলি চালিয়ে বন্দিকে ছিনতাই, ২ কারারক্ষী নিহত

সারাবাংলা ডেস্ক
১৪ মে ২০২৪ ২৩:১৯ | আপডেট: ১৫ মে ২০২৪ ১০:৪৬

ঢাকা: ফ্রান্সের নরম্যান্ডির রুয়েনের কাছে এক বন্দিকে স্থানান্তরের সময় প্রিজন ভ্যানে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে দুজন কারারক্ষী নিহতের খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

হামলায় তিন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে রয়েছেন বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী এরিক ডুপন্ড-মোরেটি।

ক্রাইসিস ইউনিটের মিটিংয়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিচারমন্ত্রী ডুপন্ড-মোরেটি জানান, প্রিজন ভ্যানে আক্রমণের জন্য ‘ভারী অস্ত্র’ ব্যবহার করা হয়েছে। হামলাকারীদের খোঁজা হচ্ছে।

এদিকে ফরাসি মিডিয়ার সংবাদে বলা হয়েছে, ওই প্রিজন ভ্যানে একজন বন্দিকে স্থানান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় এ হামলা হয়ে। এতে ওই বন্দি হামলাকারীদের সঙ্গে পালিয়ে গেছেন। গোলাগুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

পুলিশ জানায়, অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা আসামি বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি গুলিও ছোড়ে। এ সময় আসামিকে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছিনিয়ে নেওয়া সেই বন্দির নাম মোহামেদ আমরা (৩০)।

খবরে বলা হয়েছে, ওই বন্দি একটি হত্যা চেষ্টার মামলায় অভিযুক্ত।

সম্প্রতি, ইউরোপজুড়ে বেড়েছে মাদক চক্রের তৎপরতা। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা মাদক চক্রের সঙ্গে জড়িত।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, অপরাধীদের খুঁজে বের করতে সব কিছু করা হচ্ছে।

সারাবাংলা/একে

আসামি ছিনতাই টপ নিউজ ফ্রান্স

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর