Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের অর্থনৈতিক অবস্থা খাদের কিনারে, পড়ে যাবে হয়ত: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ২১:৩১

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ পর্যায়ে, একেবারে খাদের কিনারায় গেছে, পড়ে যাবে হয়ত।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডোনাল্ড লু’র ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, বাংলাদেশের জনগণ কারও ওপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ নিজের শক্তিতে নিজের পায়ের ওপর ভর করে ’৭০ সালের পূর্বেও আন্দোলন করেছে, ’৭০ এ আন্দোলন করেছে, ’৭১ এ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি তা সম্পূর্ণ জনগণের শক্তির ওপর নির্ভর করে আন্দোলন করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সুতরাং এ বিষয়ে আমরা বেশি কিছু বলতে চাই না।’

গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যে ৩১ দফা তুলে ধরেছিলাম, সেই সঙ্গে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে এক দফা আন্দোলনের কথা বলেছিলাম যার মধ্য্যে ছিল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন করছি। আজকে তারই ধারাবাহিকতায় গণঅধিকার পরিষদের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছি, কথা বলেছি। চলমান আন্দোলনের জন্য কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আমি সবসময় বলে আসছি এবং এখনও বলছি, যে কোনো পবির্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং যুবসমাজ, ছাত্র সমাজ। সেক্ষেত্রে গণঅধিকার পরিষদের যারা আছেন তারা কিন্তু সবাই একেবারে তরুণ এবং ছাত্র নেতা থেকে উঠে এসেছেন, এজন্য আমি আশাবাদী। গণঅধিকার পরিষদের এই আন্দোলনে জোরাল ভূমিকা ছিল। আমি আশা করব আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা অক্ষুন্ন রাখবে এবং জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা পালন করবে।’

বিজ্ঞাপন

এর আগে, গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গেও বৈঠক হয় বিএনপির। বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী এর নেতৃত্ব দেন। এরইমধ্যে ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি, লেবার পার্টি সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার (১৫ মে) গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক রয়েছে।

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় নেতা আবু হানিফ, শাকিল উজ্জামান, নূরে এরশাদ সিদ্দিকী, হাসান আল মামুন, মাহফুজুর রহমান খান, রবিউল হাসান, তোফাজ্জল হোসেন ও খালিদ হাসান।

সারাবাংলা/এজেড/একে

আওয়ামী লীগ টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর