Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ১৯:২০

প্রতীকী ছবি

জয়পুরহাট: জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে আবু মুসা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে ক্ষেতলাল উপজেলার মুনঝার গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া আবু মুসা, মুনঝার গ্রামের তারেক হোসেনের ছেলে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আবু মুসা বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। সবার অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরিবার লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু মুসাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এনইউ

জয়পুরহাট ডুবে পানিতে মৃত্যু শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর