Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিবি নেতা মঞ্জুরুল আহসানসহ আরও ৮ জন সরকারি খরচে হজে যাচ্ছেন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ১৯:০৫ | আপডেট: ১৪ মে ২০২৪ ২১:৩৩

ঢাকা: এ বছর সরকারি খরচে হজে যাচ্ছেন ৭১ জন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত সচিব, বর্তমান বিচারপতি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি ও সরকারি কর্মচারী রয়েছেন। তালিকায় প্রবীণ রাজনীতিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মো. মঞ্জুরুল আহসান খানের নাম রয়েছে।

উল্লেখ্য, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মনজুরুল আহসান খানকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টার পদ থেকে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে সরকারি খরচে হজে যাওয়ার তালিকায় ৬৩ জনের নাম প্রকাশ করেছিল ধর্ম মন্ত্রণালয়। সর্বশেষ ৯ মে জারি করা প্রজ্ঞাপনে আটজনের নাম প্রকাশ করা হয়। এরা হলেন জামালপুরের বীর মুক্তিযোদ্ধা মো. আ. করিম, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ফারুকী, রংপুরের বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগম, জামালপুরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ঢাকার মঞ্জুরুল আহসান খান, নেত্রকোণার মো. কামরুজ্জামান, গোপালগঞ্জের খান ইবনে আসিফ।

সরকারি খরচে হজে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মঞ্জুরুল আহসান খান সারাবাংলাকে বলেন, ‘এ বিষয়ে এখন কিছু বলব না। হজ থেকে ফিরে এসে কথা বলব।’

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পাওয়া সাপেক্ষে তারা আগামী ৬ জুন সৌদি আরব যাবেন। হজ শেষে তাদের দেশে ফেরার কথা আগামী ১০ জুলাই।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এতে সরকারের খরচ হবে প্রায় তিন কোটি টাকা। এবার সরকারি খরচে হজে যাওয়া ব্যক্তিরা বিমানের টিকিট বাবদ ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা জমা দেবেন। এ ছাড়া প্রত্যেককে খাওয়া বাবদ ৩৫ হাজার টাকা করে হজ অফিসে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পাওয়া সাপেক্ষে তারা আগামী ৬ জুন সৌদি আরব যাবেন। হজ শেষে তাদের দেশে ফেরার কথা আগামী ১০ জুলাই। সরকারি খরচে হজে যাওয়া ব্যক্তিরা বিমানের টিকিট বাবদ ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা জমা দেবেন। এর বাইরে প্রত্যেক হজযাত্রীকে নিজ দায়িত্বে কোরবানি (দমে শোকর)-এর খরচ বাবদ আটশত সৌদি রিয়াল পৃথকভাবে সঙ্গে নিতে হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফ্লাইট ভাড়ার বাইরে সব খরচ সরকার বহন করবে। এমনকি হজে যাওয়ার আগে সবাইকে খাবার বাবদ ৩৫ হাজার টাকা করে হজ অফিস থেকে নগদ প্রদান করা হবে। এভাবে একেকজনের পেছনে সরকারের খরচ হবে প্রায় চার লাখ টাকা।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। ইতোমধ্যে হজযাত্রার ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত সৌদি আরবে গেছেন ১৭ হাজার ১৪১ জন হজযাত্রী।

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ প্রায় পাঁচ লাখ ৭৯ হাজার টাকা ধার্য করা হয়। আর, বেসরকারিভাবে সর্বনিম্ন প্যাকেজ প্রায় পাঁচ লাখ ৯০ হাজার টাকা।

গত বছর সরকারিভাবে হজ প্যাকেজের খরচ ধরা হয়েছিলো ছয় লাখ ৮৩ হাজার টাকা। বেসরকারি প্যাকেজে খরচের সর্বনিম্ন সীমা ছয় লাখ ৭২ হাজার টাকা স্থির করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/একে

টপ নিউজ মঞ্জুরুল আহসান খান সরকারি ফ্লাইট সরকারি ব্যয় সিপিবি নেতা হজের খরচ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর