ওবায়দুল কাদেরের ছোটভাইকে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ
১৪ মে ২০২৪ ১৭:১৩ | আপডেট: ১৪ মে ২০২৪ ১৯:০৮
ঢাকা: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৪ মে) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান দেওয়া সিদ্ধান্ত কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে শাহাদত হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী মো. একরামুল হক টুটুল ও তামান্না ফেরদৌস। ইসির পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ ও আশফাকুর রহমান।
আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী মো. একরামুল হক টুটুল বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শাহাদাত হোসেনের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা ও আপিলেট অথরিটি বাতিল করে দেন। এরপর শাহাদাত হোসেন হাইকোর্টে আসেন। আজ হাইকোর্ট শাহাদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা ও আপিলেট অথরিটির সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত। এর ফলে শাহাদাত হোসেনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা রইল না।’
এর আগে, গত ৯ মে আপিলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী শাহদাত হোসেনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় মনোনয়নপত্র বাতিল করেন। এরপর এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শাহাদত হোসেন।
মামলার বিবরণে জানা যায়, আগামী ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সদর ও বেগমগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে সেতুমন্ত্রীর ভাইসহ চারজন প্রার্থী হয়েছেন। তারা হলেন- ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী।
গত ৫ মে যাচাই-বাছাইয়ে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন রাখায় শাহদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন। তারপর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বরাবর আপিল করেন শাহদাত। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান একই কারণে মনোনয়নপত্র বাতিল করেন।
এরপর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন শাহদাত হোসেন। আজ শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণের পাশাপাশি তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সারাবাংলা/কেআইএফ/একে