Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ১৬:৪৯ | আপডেট: ১৪ মে ২০২৪ ১৬:৫৪

ঢাকা: চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

মঙ্গলবার (১৪ মে) সকালে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। বিএনপি মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আদালতের অনুমতি নিয়ে সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। চিকিৎসা শেষে দ্রুতই দেশে ফিরবেন তারা।’

সারাবাংলা/এজেড/একে

চিকিৎসা বিএনপি মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর