Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে রিজভীর লিফলেট বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ১৬:১৯

ঢাকা: উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, কাজী রফিক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ বকুল, সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, সাবেক যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি তারেক উজ জামান তারেক, ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, ঢাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেনসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ

রুহুল কবির রিজভী লিফলেট বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর