Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের নির্বাচনের পরই দীর্ঘমেয়াদি ভিসার বিষয়ে ব্যবস্থা: নানক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ১৫:৩৪ | আপডেট: ১৪ মে ২০২৪ ১৬:৫১

ঢাকা: বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক লাখ মানুষ চিকিৎসা ও ভ্রমণ ইস্যুতে ভারতে গিয়ে থাকেন। কিন্তু কখনো কখনো সমস্যা হয়ে দাঁড়ায় ভিসা। ভিসাপ্রাপ্তদের অভিযোগ ভারতের ভিসা পেতে দীর্ঘ সময় লেগে যায়। এই জটিলতা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে নানা সময়ে। মঙ্গলবার (১৪ মে) ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মার সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বৈঠক করেন। সেখানেও ভিসা সহজিকরণের বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে পাটমন্ত্রী বলেন, ‘ভারতের ভিসা প্রাপ্তি সহজ, ভোগান্তি কমাতে, এবং চাপ কমাতে দুই বছর মেয়াদি ভিসা চালু বা দীর্ঘ মেয়াদি ভিসার বিষয়ে নির্বাচনের পরে ব্যবস্থা নেওয়া হবে বলে ভারতের হাইকমিশনার জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ভারতের ভিসা পেতে মানুষের যে ভোগান্তি হচ্ছে সেজন্য ভিসা ব্যবস্থা আরো সহজ করার জন্য অনুরোধ করেছি। যাতে মানুষ অল্প সময়ের মধ্যে ভিসা পেতে পারে।’

ভিসা প্রক্রিয়া সহজ করা নিয়ে ভারত কি বলেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যে সমস্যাগুলোর কথা বলেছি সে বিষয়ে তারা এক মত হয়েছেন। তারা বলেছেন, যে সমস্যা রয়েছে সেগুলো সহজ করার চেষ্টা করছি। তবে তাদের এতো বেশি লোড হয়, যা কখনো কখনো ওভার লোড হয়ে যায়। সেটা সামাল দেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা করতে হবে।’

বস্ত্রমন্ত্রী বলেন, ‘আমি গত বছর রাজনৈতিক সফরে ভারতে গিয়েছিলাম সে সময় ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাকালে এ বিষয়টি বলেছি।’

ভিসার চাপ কমাতে ভারতে অনএরাইভেল ভিসা পেতে কোনো উদ্যোগ নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে নানক বলেন, ‘এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। লোড কমাতে ভিসার মেয়াদ দীর্ঘমেয়াদি করতে হবে। এ বিষয়ে হাইকমিশনার এক মত হয়েছেন। তিনি বলেছেন, আমরা চেষ্টা করছি। নির্বাচনের পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/জেআর/এমও

দীর্ঘমেয়াদি ভিসা নানক ভারতের নির্বাচন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর