Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবারও মেট্রোরেল চালাতে চায় কর্তৃপক্ষ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ১৪:৩৭ | আপডেট: ১৪ মে ২০২৪ ১৬:১৯

ঢাকা: শুক্রবার ছুটির দিনেও মেট্রোরেল পরিচালনার চিন্তা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেলের তদারকিতে থাকা ডিএমটিসিএলে’র কর্মর্কতারা জানিয়েছেন, বর্তমানে সপ্তাহের ছয়দিন মেট্রোরেল চলাচল করলেও শুক্রবারও পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে এটি শুক্রবারও চালানোর প্রস্তুতির কথা জানিয়েছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমটিসিএল এক কর্মকর্তা সারাবাংলাকে জানান, বিষয়টি নিয়ে ঈদের আগে থেকেই চিন্তা করা হচ্ছিলো। কিন্তু শুক্রবারে কেমন সংখ্যক যাত্রী হতে পারে সে নিয়ে সংশয় ছিলো। কারণ অন্যান্য দিনের চেয়ে শনিবার যাত্রী সংখ্যা একেবারেই কম হয়। তিনি আরও বলেন, আগামী জুলাই মাস থেকে শুক্রবারে মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত আসতে পারে। এরকমই ভাবা হচ্ছে।

জানা গেছে, জুন মাসের মধ্যে পিক আওয়ারের হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়) ৮ মিনিট থেকে কমিয়ে ৫ মিনিট করা হতে পারে। বিষয়টি নিয়ে ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ এর সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, ‘এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। হয়তো কয়েকদিন পরে বিষয়টি কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানাবেন।’

বিষয়টি নিয়ে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একটি পরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা তো শুধু মেট্রো দিয়েই সম্ভব নয়। মেট্রোরেল মাত্র চালু হলো নানা রকম অভিজ্ঞতা হচ্ছে। সে আলোকে নতুন নতুন বিষয় চালু হচ্ছে। যাত্রী চাহিদার একটা বিষয় আছে। এ বিষয়ে ডিএমটিসিএল সিদ্ধান্ত নেবে।’

বিজ্ঞাপন

বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনে উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ মেট্রোরেল শুক্রবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর