Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ বছরে পা রাখল সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি

জবি করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৪ ২৩:১৩ | আপডেট: ১৩ মে ২০২৪ ২৩:২৭

বর্ণাঢ্য আয়োজনে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শহিদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)। দুই বছরের পথচলা পূর্ণ করে তৃতীয় বছরে পা রাখার এই আয়োজনে পেশাদারি ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান সমিতির সদস্যরা।

সোমবার (১৩ মে) দুপুর ১২টায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অধিবেশন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সমিতির সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা সহজ বিষয় নয়। বিশেষ করে কোনো শিক্ষার্থী যখন তার শিক্ষা প্রতিষ্ঠানে সাংবাদিক হয়, তখনই জটিলতা দেখা দেয়। যেকোনো রিপোর্ট অনেক ভেবেচিন্তে করতে হয়। নবীনদের বলব, রিপোর্ট করার সময় অবশ্যই সব তথ্য যাচাই-বাছাই করে নেবেন। আমরা আশা করি, সোকসাস সদস্যরা আরও পেশাদারি ও বস্তুনিষ্ঠতা নিয়ে সংবাদ পরিবেশন করে যাবেন।

সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এই ক্যাম্পাস ছোট হলেও নানা সমস্যায় জর্জরিত। সমস্যাগুলো সমাধানে সোকসাস যথেষ্ট ভূমিকা রেখেছে। আমার দৃঢ় বিশ্বাস, ভবিষ্যতেও এই যাত্রা অব্যাহত থাকবে।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহার মোড়ল বলেন, আপনারা সত্য সংবাদ পরিবেশন করবেন। যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক বলেন, বিভিন্ন সময় সংবাদ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হন, যা দুঃখজনক। তবে আমরা অনেক ফেক নিউজও দেখতে পাই। তাই সঠিক তথ্যগুলো দিয়ে আপনারা সবসময় নিউজ করবেন।

বিজ্ঞাপন

এ সময় সাংবাদিক সমিতির উপদেষ্টা সাকিব আল হাসান ও ফেরদৌস সাগর, সমিতির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, দফতর সম্পাদক আকবর চৌধুরী, অর্থ সম্পাদক অপূর্ব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক লিখন হোসেন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান, ছাত্রীবিষয়ক সম্পাদক আশিকা জান্নাতসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

প্রতিষ্ঠাবার্ষিকী শহিদ সোহরাওয়ার্দী কলেজ সোকসাস সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর