‘সমাজতান্ত্রিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বকে হারালাম’
১৩ মে ২০২৪ ২১:২৩
চট্টগ্রাম ব্যুরো : সদ্যপ্রয়াত বাম রাজনীতিক হায়দার আকবর খান রনোর স্মরণে চট্টগ্রামে শোকসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সোমবার (১৩ মে) সন্ধ্যায় নগরীর মোমিন রোডে ‘চট্টগ্রাম একাডেমি’ মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি অশোক সাহা।
সভায় সিপিবি নেতারা বলেন, ‘হায়দার আকবর খান রনো শুধু একজন বামপন্থী রাজনীতিকই ছিলেন না, তিনি একজন মার্কসবাদী তাত্ত্বিক, লেখক ছিলেন। তিনি অসংখ্য লেখা রেখে গেছেন, যা নতুন প্রজন্মের জন্য সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। ষাটের দশকে ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি গোপন কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। ১৯৬২ সালের সামরিক শাসন বিরোধী আন্দোলনের মাধ্যমে তার সক্রিয় রাজনীতি শুরু। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হয়েছিলেন।’
‘১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। একাত্তরের রণাঙ্গনের সৈনিক ছিলেন। নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলনেরও অন্যতম রূপকার ছিলেন। অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল ছিলেন। জেল-জুলুম, নির্যাতন উপেক্ষা করে তিনি তার সংগ্রামী জীবন অব্যাহত রেখেছিলেন।’
নেতারা আরও বলেন, ‘সিপিবির প্রেসিডিয়াম সদস্য এবং পরবর্তীতে উপদেষ্টা হয়ে তিনি পার্টিকে অগ্রসর করার কাজে আত্মনিয়োগ করেছিলেন। হায়দার আকবার খান রনোর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক, আজীবন সংগ্রামী ও শোষণ মুক্তির সংগ্রামের যোদ্ধাকে হারালো। আর আমরা সমাজতান্ত্রিক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্বকে হারালাম।’
জেলা সিপিবির সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণের সভাপতি কানাইলাল দাশ ও সাধারণ সম্পাদক শওকত আলী, জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী ও রাশিদুল সামির।
সারাবাংলা/আরডি/একে