রবীন্দ্রনাথের জীবনদর্শন ও মানবভাবনা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার
১৩ মে ২০২৪ ২০:৪২ | আপডেট: ১৩ মে ২০২৪ ২১:৪৫
বরিশাল: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘রবীন্দ্রনাথের জীবনদর্শন ও মানবভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার।
রোববার (১২ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
ভিসি তার বক্তব্যে বলেন, ‘যত বেশি সময় গড়িয়ে যাচ্ছে তত বেশি রবীন্দ্রনাথ আমাদের কাছে অপরিহার্য হয়ে উঠেছে। রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা অথবা উপন্যাস বহুমাত্রিকতা ছাপিয়ে বাংলা সাহিত্যে অবিরাম জ্যোতি ছড়িয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়টি যেন সমগ্র বাংলাদেশের শিক্ষাঙ্গনের মধ্যে মনোযোগ আকর্ষণ করতে পারে এবং আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষার্থী হিসেবে আবির্ভূত হতে পারে সে প্রচেষ্টা আমাদের অব্যহত থাকবে।’
পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. জ্যোৎস্না চট্টোপাধ্যায় বলেন, ‘রবীন্দ্রনাথ জীবনের অনেকটা সময় এ অঞ্চলের বিভিন্ন জায়গায় নানা মানুষের সঙ্গে মিশেছেন, আত্মীয়তা করেছেন। এসব অভিজ্ঞতা তার সাহিত্য চর্চায় নানাভাবে প্রভাব ফেলেছে। ফলে রবীন্দ্র সাহিত্যের অনেকখানি জুড়ে বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতি স্থান লাভ করেছে।’
রবীন্দ্রজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন বলেন, ‘রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত রবীন্দ্রদর্শন ও মানবভাবনা শীর্ষক আজকের একাডেমিক সেমিনারটি বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সেমিনার। এ কথা সর্বজনবিদিত যে, রবীন্দ্রদর্শন ও সাহিত্যের মৌল উপজীব্য মানবতাবাদ। রবীন্দ্রনাথ মনে করতেন, মানবপ্রেমই সর্বশ্রেষ্ঠ ধর্ম। মানবতাবাদ বিশ্বপ্রেমে রূপ নেয়। তিনি বলেছেন আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়- প্রেম ও জ্ঞান। তিনি মানবতাবাদকে ব্যক্তি পর্যায় থেকে বিশ্বপ্রেম তথা ঈশ্বরপ্রেমে উন্নীত করেছেন।’
বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. জ্যোৎস্না চট্টোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার, সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক মোহাম্মদ সাকিবুল হাসান, পম্পা রানী মজুমদার ও প্রভাষক তাইয়্যেবুন নাহার।
সারাবাংলা/একে