Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ স ম রবের বাসায় মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৪ ২০:২৫ | আপডেট: ১৪ মে ২০২৪ ০০:২৭

ঢাকা: জেএসডি সভাপতি আ স ম রবের উত্তরার বাসভবনে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় জেএসডি সভাপতির বাসায় যান বিএনপির মহাসচিব। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মূলত আ স ম রবের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতেই বিএনপি মহাসচিব তার বাসায় যান।

এ সময় আ স ম রবের সহধর্মিণী ও জেএসডি নির্বাহী সভাপতি তানিয়া রব এবং সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ দিন ধরে আ স ম আব্দুর রব রাজনীতিতে নিস্ক্রিয় রয়েছেন। তাকে দলীয় এবং সমমনা রাজনৈতিক দলগুলোর অনুষ্ঠানে তেমন একটা দেখা যায় না। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন বাংলাদেশের কিংবদন্তিতুল্য এই রাজনীতিবিদ।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর