Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির মামলা: ঢাকা জেলার রেজিস্ট্রার বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৪ ১৯:১৫

ঢাকা: দুর্নীতির মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১২ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর গত বছরের ২১ সেপ্টেম্বর ১৫ নম্বর মামলা হতে উদ্ভূত মেট্রো বিশেষ মামলায় (মামলা নং-০৩/২০২৪) ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলামের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ অভিযোগপত্র গ্রহণ করেন। একই তারিখে তাকে হাজতে প্রেরণ করায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯-এর উপধারা ২ অনুযায়ী ওই তারিখ থেকে তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।’

সাময়িক বরখাস্তকালে তিনি নিবন্ধন অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/একে

ঢাকা জেলা দুর্নীতি দুর্নীতির মামলা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর