Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৪ ১৩:০৭

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ ইলিয়াছ (৪৩) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) ভোরে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে।

ইলিয়াছ ওই ক্যাম্পের সি-ব্লকের আবুল কাশেমের ছেলে। তিনি ব্লকের হেড মাঝি (কমিউনিটি নেতা) ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১২ মে) রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন ইলিয়াছ। সোমবার ভোরে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। তবে তারা, কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

টপ নিউজ রোহিঙ্গা নেতা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর