Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২৪ ১১:০৪ | আপডেট: ১৩ মে ২০২৪ ১৪:৩৭

মেক্সিকোর মোরেলোস প্রদেশে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১১ মে) স্থানীয় সময় গভীর রাতে দেশটির পর্যটন শহর কুয়ের্নাভাকার সঙ্গে রাজধানী সংযোগকারী একটি হাইওয়ের কাছে হুইটজিলাক পৌরসভায় এই হামলার ঘটনা ঘটে।

মোরেলোসের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।

শহরের মেয়র রাফায়েল ভার্গাস বলেন, এই সহিংসতা বন্ধ হওয়া উচিত। জনগণের জন্য ক্ষতিকর এমন সব অপরাধের আমরা নিন্দা জানাই।

গত বছরের নভেম্বরে কুয়ের্নাভাকাতে পুলিশ এবং মাদক পাচারকারী চক্রের মধ্যে সশস্ত্র সংঘর্ষে ৯ জন নিহত হয়েছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশটির সরকার মেক্সিকান সামরিক বাহিনীকে মাঠে নামিয়ে মাদকবিরোধী অভিযান শুরু করার পর ২০০৬ সাল থেকে সারাদেশে প্রায় সাড়ে চার লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বন্দুক হামলা মেক্সিকো

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর