Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোদাল দিয়ে কুপিয়ে বৃদ্ধকে হত্যায় আসামির মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ১৯:৩৮

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে কোদাল দিয়ে কুপিয়ে বৃদ্ধকে হত্যার ঘটনায় শহিদুল ইসলাম ওরফে জহিরুল (৪০) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম ওরফে জহিরুল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার নড়াইল গ্রামের আলাউদ্দিন ওরফে সিদ্দিক সাহার ছেলে।

রোববার (১২ মে ) দুপুরে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় দেন।

রায়ের সময় ওই আসামি আদালতে আসামি হাজির ছিলেন না। জামিনে যাওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক রয়েছেন।

নিহত ওরশেদ আলী (৬৫) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা নয়াবাড়ি মাগডাল এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আবর্জনা ফেলানো নিয়ে নিহতের সঙ্গে প্রতিবেশী বিপ্লব ডাক্তার এর বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বিপ্লব ডাক্তার এর বাড়ির কাজের লোক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম ওরফে জহিরুল গত ২০১২ সালের ৯ জুন সকাল সাড়ে ১০ দিকে ওরশেদ আলীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন।

এই ঘটনা নিহতের ভাতিজা বউ লাকি আক্তার দেখে ফেললে লাকি আক্তারকে ওই আসামি কোদাল নিয়া তেড়ে মারতে যায়। পরে ওই আসামি বিপ্লব ডাক্তার এর বাড়ি যাওয়ার পথে তাকে এলাকাবাসী আটক করে।

নিহতের স্ত্রী রহিমা বিবি বাদী হয়ে ঘটনার দিন শ্রীনগর থানায় মামলা দায়ের করে।

রাষ্ট্রপক্ষের এপিপি সিরাজুল ইসলাম পল্টু বলেন, ‘এই আসামি গ্রেফতারের পর আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। পরের রাষ্ট্রপক্ষ ৯ জন সাক্ষী উপস্থাপনের মাধ্যমে সাক্ষ্য প্রদান করলে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিকে মৃত্যুদণ্ড দেন। আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে খুশি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আদালত কুপিয়ে হত্যা মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর