এসএসসির ফল, তবু স্কুলে নেই প্রাণচাঞ্চল্য
১২ মে ২০২৪ ১৯:৪৫ | আপডেট: ১২ মে ২০২৪ ২৩:৪৭
ঢাকা: শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ২০৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ২০০ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন। সে হিসাবে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পাসের হার ৯৬ শতাংশের বেশি। জিপিএ-৫ পেয়েছে ৩৫ শতাংশের বেশি পরীক্ষার্থী। ফলাফল হিসেবে খারাপ না হলেও এতে সন্তুষ্ট নন বিদ্যালয়টির প্রধান শিক্ষক।
এদিকে এসএসসির ফলাফল ঘিরে একটা সময়ে বিদ্যালয়ে বিদ্যালয়ে উৎসব আর উচ্ছ্বাসের আবহ কাজ করলেও এখন সে পরিস্থিতি পালটে গেছে। শেরেবাংলা নগর সরকারি সরকারি বালক উচ্চ বিদ্যালয়েই যেমন শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই দিনে এসএসসি পরীক্ষার্থীদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, এখন অনলাইনে পরীক্ষার ফলাফল দেখার সুযোগ থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার প্রবণতা কমে গেছে।
রোববার (১২ মে) এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দুপুরের দিকে আগারগাঁওয়ে অবস্থিত সরকারি বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি একেবারেই কম। এসএসসি পরীক্ষার্থী অল্প কিছু শিক্ষার্থী সেখানে ফলাফল জানতে এসেছে। শিক্ষকরা বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে ব্যস্ত। এসএসসির ফলাফল নিয়ে খুব একটা উচ্ছ্বাস কারও মধ্যে নেই।
শিক্ষকরা বলছেন, এখন মোবাইলে এসএমএস করে এসএসসির ফলাফল দেখা যায়। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে বিস্তারিত ফলাফল দেখা যায়। অনেক সময় দেখা যায়, বিদ্যালয়ে ফলাফল আসার আগেই শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখে নিতে পারছে। এ কারণে আগের মতো সবাই বিদ্যালয়ে আসে না।
এরপরও বেশ কয়েকজনকে দেখা গেল, তারা বিদ্যালয় থেকেই ফলাফল জানতে এসেছে। তাদের একজন মো. জিফাত রহমান এবার জিপিএ-৫ পেয়েছে। জানতে চাইলে জিফাত বলল, ‘আমি নিয়মিত লেখাপড়া করেছি। এ ছাড়া আমাদের শিক্ষক ও মা-বাবার অনেক অবদান রয়েছে এই ফলাফলের পেছনে।
জোবায়ের আহমেদ, গোলাম কাওছার, হাসিব হাওলাদারও এবার জিপিএ-৫ পেয়েছে এসএসসি পরীক্ষায়। তারাও অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাল। জিপিএ-৫ পেয়ে খুশি হলেও বন্ধুবান্ধবরা সবাই বিদ্যালয়ে না আসায় তাদের উচ্ছ্বাসেও যেন কিছুটা ভাটা পড়েছে।
এদিকে বিদ্যালয়ের ফলাফলে খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না প্রধান শিক্ষক তাজিকুর রহমান। বিদ্যালয়টিতে নতুন যোগ দিয়েছেন বলে এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে খুব বেশি মনোযোগী হতে পারেননি বলেও জানালেন।
তাজিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘অনেক শিক্ষার্থী পারিবারিক সমস্যার মধ্যে থাকে। তারা পড়ালেখায় মনোযোগ দিতে পারে না। আমরা অনেক সময় চেষ্টা করি তাদের প্রতি আলাদা যত্ন নেওয়ার। এরপরও ফল খারাপ হয়ে যায়। এই ফলাফলে আমি সন্তুষ্ট হতে পারিনি। আগামীতে আরও ভালো করার জন্য কাজ করব। সচেষ্ট থাকব যেন কোনো শিক্ষার্থীই অকৃতকার্য না হয়।’
সারাবাংলা/জেজে/টিআর
এসএসসি এসএসসির ফলাফল টপ নিউজ শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়