Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বেড়েছে পাসের হার, কমেছে শিক্ষার্থীর সংখ্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ১৪:৫৩ | আপডেট: ১২ মে ২০২৪ ১৬:২৬

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এসএসসিতে পাসের হার ৮৯.২৬ শতাংশ। গেল বছর পাসের হার ছিল ৮৭.৮৯ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার বেড়েছে ১.৩৭ শতাংশ। এছাড়াও এবার কমেছে পাস করা শিক্ষার্থীর সংখ্যা।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে রোববার (১২ মে) দুপুর দেড়টার দিকে এ তথ্য জানানো হয়। এ বছরে এসএসসি পরীক্ষায় পাস করেছে ১ লাখ ৭৭ হাজার ৫৫৮ জন। ২০২৩ সালে পাসের সংখ্যা ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন।

বিজ্ঞাপন

এ বছর এসএসসি পরীক্ষায় এবার রাজশাহী বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী। এর আগের বছর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৫ হাজার ৪৯৫ জন ছাত্রী এবং ১২ হাজার ৫৭৯ জন ছাত্র রয়েছে।

ছাত্র পাসের হার ৮৬ দশমিক ৭৮ এবং ছাত্রী ৯১ দশমিক ৯০ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এ বছর ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করেছে।

২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৮৫৩ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৯৮ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ১ হাজার ৯২৪ শিক্ষার্থী। এর মধ্যে উপস্থিত ছাত্রী ছিলেন ৯৬ হাজার ২১৭ জন। উপস্থিত ছাত্র ছিলেন ১ লাখ ২ হাজার ৭১২ জন।

এ বোর্ডের অধীনে মোট ২৬৬টি কেন্দ্রে ২ হাজার ৬৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসিতে অংশ নেয়। শতভাগ পাস করেছে ২৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান। দু’টি স্কুলের কোনো শিক্ষার্থী পাস করতে পারেন। এসএসসি পরীক্ষা চলাকালে বহিষ্কার হয়েছিল ৬ জন শিক্ষার্থী।

এর আগে, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২২ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২৩ সালে পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

এসএসসি টপ নিউজ পাসের হার রাজশাহী শিক্ষার্থীর সংখ্যা