Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল বোর্ডে পাসের হার ৮৯.১৩ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ১৪:১১

বরিশাল: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় বরিশাল বোর্ডে ৮৯.১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর যা ছিল ৯০.১৮ শতাংশ। পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন।

এবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ১৪৫ জন। গতবার ছিল ছয় হাজার ৩১১জন। গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ কমেছে।

রোববার (১২মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন। তিনি জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮৪৫ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮৭ হাজার ৭৩৪ জন। আর পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন। আর বহিষ্কার হয়েছে ৫১ জন।

তিনি আরও জানান, বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১ হাজার ৪৮৯টি বিদ্যালয় অংশ নিয়েছে। এরমধ্যে ২২২টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে।

সারাবাংলা/এমও

পাসের হার বরিশাল বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর