পাসের হারে সেরা যশোর বোর্ড, ভালো করেছে ছাত্রীরা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ১৩:২৯ | আপডেট: ১২ মে ২০২৪ ১৩:৩৭
১২ মে ২০২৪ ১৩:২৯ | আপডেট: ১২ মে ২০২৪ ১৩:৩৭
যশোর: যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। এবার পাসের হার ৯২.৩৩ শতাংশ, যা দেশের শিক্ষাবোর্ডগুলোর মধ্যে সর্ব্বোচ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন।
এ বছর সার্বিক ফলাফল ও জিপিএ-৫ উভয়ই বেড়েছে যশোরো। এ বছরও ছাত্রদের চেয়ে ছাত্রীরা অপেক্ষাকৃতভাবে ভালো ফল করেছে।
রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মলনের মাধ্যমে এই ফল জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ।
তিনি জানান, এ বছর ১ লাখ ৬০ হাজার ৯২৬ জন পরীক্ষা দিয়ে ১ লাখ ৪৮ হাজার ৫৭৭ জন পাশ করেন। পাশের হার ৯২.৩৩ শতাংশ। মোট এ প্লাস পেয়েছে ২০ হাজার ৭৬১ জন। এ বছর কোনো প্রতিষ্ঠান শতভাগ ফেল করেনি, শতভাগ পাশ করা প্রতিষ্ঠান ৪২২টি।
গত বছর যশোর বোর্ডে পাসের হার ছিল ৮৬.১৭ শতাংশ, এ প্লাস পেয়েছিল ২০ হাজার ৬১৭ জন।
সারাবাংলা/এমও