Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ১৩:২০ | আপডেট: ১২ মে ২০২৪ ১৪:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮২.৮০ শতাংশ। গতবারেরর চেয়ে এবার পাসের হার প্রায় ৪ শতাংশ বেড়েছে।

আর জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৮২৩ জন পরীক্ষার্থী। তবে জিপিএ ফাইভ গতবারের চেয়ে কমেছে। গতবার জিপিএ ফাইভ ছিল ১১ হাজার ৪৫০ জন।

রোববার (১২ মে) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে, চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার মিলিয়ে এবার পাসের হার ৮২.৮০ শতাংশ। গতবছর ছিল ৭৮.২৯ শতাংশ।

এর মধ্যে ছাত্র পাসের হার ৮২ দশমিক ২৯ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮৩ দশমিক ২১ শতাংশ। এবছর জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৭৩ জন ছাত্র ও ৫ হাজার ৭৫০ জন ছাত্রী।

বিজ্ঞান বিভাগে পাশের হার সবচেয়ে বেশি, ৯৪.৫২ শতাংশ। মানবিকে পাসের হার সবচেয়ে কম, ৭৩.৪১ শতাংশ। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৮৪.১১।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৫৮৯, ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৭ জন আর মানবিকে ১৩৭ জন।

চলতি বছর চট্টগ্রাম মহানগরীর বিদ্যালয়গুলোতে পাসের হার ৮৭ দশমিক ০৬ শতাংশ। মহানগর বাদে জেলায় পাশের হার ৮৩ দশমিক ৬৮ শতাংশ।

কক্সবাজার জেলায় পাসের হার ৮৩ দশমিক ৬৪ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৭২ দশমিক ৭২ শতাংশ। খাগড়াছড়ি জেলায় পাসের হার ৭২ দশমিক ২৫ শতাংশ এবং বান্দরবান জেলায় ৭২ দশমিক ৭০ শতাংশ।

সারাবাংলা/আরডি/এমও

চট্টগ্রাম জিপিএ-৫ পাসের হার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর