Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনন্দে ভাসছে ভিকারুননিসার শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ১৩:১৭

ঢাকা: এসএসসির ফলাফল বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশের আগেই জড়ো হতে থাকেন ভিকারুননিসার শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলাফল প্রকাশের পর সহপাঠীরা একে অপরের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন। কেউ নাচছেন, কেউ স্কুলের বাদ্য যন্ত্র বাজিয়ে গাইছেন, আবার কেউ ঢাক ঢোল পিটিয়ে আনন্দ করছেন।

রোববার (১২ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুননিসা স্কুলের গেলে এ চিত্র দেখা যায়।

শিক্ষার্থীরা বলছেন, স্কুলে ভালো পড়াশুনা, শিক্ষকদের গাইডলাইন আর বাবা মায়ের প্রত্যক্ষ যত্নে কেবল ভালো ফলাফল করা সম্ভব। আর ভিকারুননিসায় সেটাই হয়ে থাকে।

অভিভাবকরা বলছেন, প্রায় ১৫/১৬ বছর ধরে একটি বাচ্চাকে তিলে তিলে বড় করে তোলা হয়েছে। আজ আমরা একটু সফলতা পেলাম। সামনে আরও বড় ডিঙ্গি পাড়ি দিতে হবে। ভর্তি যুদ্ধ রয়েছে। তার ওপর কলেজ বিশ্ববিদ্যালয় তো রয়েছে। কাজেই জার্নি শেষ হয়নি, জার্নি আরও বড় পরিসরে শুরু হলো মাত্র।

রোববার (১২ মে) সকালে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এ বছরের এসএসসির ফলাফলে দেখা যায়, ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার এসেছে ৭৯ দশমিক ৭ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের পাসের হার ৭৮ দশমিক ৯ শতাংশ।

সারাবাংলা/ইউজে/আইই

এসএসসি

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর