Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানের বন্যায় মৃত ছাড়াল ২০০

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৪ ০৯:২১ | আপডেট: ১২ মে ২০২৪ ১৩:২১

আফগানিস্তানের বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ। ছবি: অনলাইন

আকস্মিক বন্যায় আফগানিস্তানে মৃতের সংখ্যা দুই শ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বন্যায় ধ্বংস হয়ে গেছে অনেক ঘরবাড়ি। সরকারি হিসাবেও মৃতের সংখ্যা শতাধিক বলে উল্লেখ করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে তালেবান সরকার।

আইওএমের জরুরি সাড়াদান কর্মসূচির নেতৃত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ ফাহিম সাফি সরকারি তথ্য তুলে ধরে শনিবার বলেন, বাঘলানি জাদিদ জেলায় দেড় হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, সারা দেশে বন্যায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার তথ্যে অবশ্য মৃতের সংখ্যা আরও অনেক বেশি। সংস্থাটির বরাত দিয়ে এএফপি জানাচ্ছে, কেবল বাঘলানেই দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ওই এলাকায় হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে আচমকা এই বন্যায়। ছবি: অনলাইন

আফগানিস্তানের উত্তরে অবস্থিত বাঘলান প্রদেশে প্রবল মৌসুমি বৃষ্টিপাতে আচমকা বন্যা (ফ্ল্যাশ ফ্লাড) দেখা দেয়। খুব দ্রুত পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। তালেবান সরকারের কর্মকর্তারা বলছেন, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে বন্যার কারণে।

বাঘলানের প্রাদেশিক প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক হেদায়াতুল্লাহ হামদর্দ বলেছেন, সরকারিভাকেব মৃতের যে সংখ্যা জানানো হয়েছে, সেটি প্রাথমিক তথ্য। অনেক মানুষ এখনো নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বন্যার কারণে অনেক জেলায় সম্পদ ও ঘরবাড়িরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

হামদর্দ সাংবাদিকদের বলেন, জরুরি পরিষেবার কর্মীরা কাঁদামাটি ও ধ্বংসস্তূপের তলায় থাকা ব্যক্তিদের খোঁজে জাতীয় সেনাবাহিনী এবং পুলিশের নিরাপত্তা বাহিনীর সহায়তায় কাজ করছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়, তালেবান সরকারের আরেক মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আশ্বাস দেন, কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে। রাজ্য মন্ত্রণালয়ের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক তালেবানের মুখপাত্র আবদুল্লাহ জনান সাইকের মতে, রাজধানী কাবুল ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে একটি। খাদ্য, তাঁবু, কম্বল ও অন্যান্য সাহায্যে নিয়ে উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় রওনা দিয়েছে।

লগারিহা গ্রামের নদী শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, শত শত মানুষ এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছে। একাধিক মানুষ আহত হয়েছেন। মৃত ও আতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রাদেশিক কর্তৃপক্ষকে উদ্ধারকাজে কোনো ঘাটতি না থাকার না নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সারাবাংলা/টিআর

আফগানিস্তান আফগানিস্তানে বন্যা জরুরি অবস্থা টপ নিউজ তালেবান সরকার বন্যায় ক্ষয়ক্ষতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর