উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রমিক নেতার অভিযোগের পাহাড়
১২ মে ২০২৪ ০৮:৩১ | আপডেট: ১২ মে ২০২৪ ০৮:৫৬
রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন রোমানের বিরুদ্ধে ‘পাহাড়সম’ অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাঙ্গামাটির এক শ্রমিক নেতা। ওই শ্রমিক নেতাকে চট্টগ্রামের রাউজানে মারধর, শ্রমিক ও রাঙ্গামাটির শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিশৃঙ্খলার ‘প্রধান ক্রীড়নক’ হিসেবে রোমানকেই দুষছেন ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা রুহুল আমিন। যদিও অভিযুক্ত রোমান বলছেন, নির্বাচন সামনে রেখে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
শনিবার (১১ মে) দুপুরে রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন (ট্রাক) শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রুহুল আমিন। এ সময় শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন গুড়া মিয়া, রাঙ্গামাটি জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান বাবু, রাঙ্গামাটি ট্রাক চালক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. কামালসহ অন্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন (ট্রাক) শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রুহুল আমিন অভিযোগ করে বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান রোমানের সঙ্গে ২০২১ সালে রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন (ট্রাক) শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আমাদের বিরোধ হয়েছিল। সেই নির্বাচনে রোমান সাহেব প্রধান নির্বাচন কমিশনার হয়েও আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার ব্যক্তিগত গাড়ি চালকের পক্ষ নিয়েছে। ভোটের দিন ৬২২টি ভোট পড়লেও ৫৩৯টি ব্যালট পেপার ছাড়া বাকি ব্যালট দেখানো পারেননি। তখন থেকেই আমাদের সঙ্গে তার বিরোধ শুরু। পরে তিনি আমাদের স্থানীয় শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে রেখেছেন। সবগুলোকে এক হতে দিচ্ছে না। সব ঘটনার পেছনে কলকাঠি নাড়ে রোমান। কদিন আগে আমাকে রাউজানে নিয়ে মারধর খাওয়াইছে। কিছু হলেই সবাইকে রাউজানের হুমকি দেয়। রাউজানে দেখে নেবে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘রাঙ্গামাটিতে আমাদের কিছু করতে না পারলেও চট্টগ্রামের রাউজানের হুমকি দেয়। এখানকার বাস চালকদের সংগঠন, সিএনজি অটোরিকশা চালকদের সব সংগঠনকে ধ্বংস করে দিয়েছে। এখন সবার মধ্যে বিশৃঙ্খলা করে রেখেছে। রাঙ্গামাটির স্বার্থ চিন্তা না করে অন্য জেলার দাপট দেখায়। আমাদের সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজ ইসলাম সংগঠনকে বিক্রি করে কোটিপতি হয়েছেন। সিরাজ ও হাসমত উল্লাহকে ইন্ধন দিচ্ছেন এই রোমান সাহেবই। আমাদের নামে পাঁচ-ছয়টি মিথ্যা মামলা দিয়েছে তারা।’
রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন রোমান পেশায় জ্বালানি তেল ও পরিবহণ ব্যবসায়ী হলেও দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন রাঙ্গামাটি জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে। বর্তমানে চট্টগ্রাম-রাঙ্গামাটি মটর মালিক সমিতির কার্যকরী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।
সড়ক পরিবহন (ট্রাক) শ্রমিক ইউনিয়নের নেতা রুহুল আমিনের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শহীদুজ্জামান মহসীন রোমান বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে সবই মিথ্যা ও বানোয়াট। আমি এবারের সদর উপজেলা পরিষদ নির্বাচন ছেড়ে এসেছি। সামনে রাঙ্গামাটি পৌরসভার মেয়র ইলেকশনকে কেন্দ্র করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। মেয়র ইলেকশন পর্যন্ত এসব চলতে থাকবে।’
সারাবাংলা/টিআর