Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ২১:২২

বগুড়া: বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আফসানা আক্তার (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (১১ মে) দুপুর একটার দিকে বগুড়া সদর উপজেলার পীরগাছা-মহাস্থানগড় সড়কের পীরগাছা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার রুইল শেখের মেয়ে। তিনি সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

এ ঘটনায় আফসানার বন্ধু ও মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন (২২) নামে এক তরুণ আহত হন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আফসানা ও তাওসিফ সম্পর্কে বন্ধু। শনিবার দুপুরের পরে তারা ঘুরতে বের হয়েছিলেন। পীরগাছা এলাকায় তাওসিফের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাথায় আঘাত পেয়ে আফসানার মৃত্যু হয়।

স্থানীয়রা তাওসিফকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠান। পুলিশ নিহত আফসানার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রেখেছে।

সারাবাংলা/এমও

কলেজ ছাত্রী বগুড়া মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর