ফের রেকর্ডের দিকে যাচ্ছে সোনার দাম
১১ মে ২০২৪ ১৯:৫৯ | আপডেট: ১২ মে ২০২৪ ০৮:৫৮
ঢাকা: গত এপ্রিল জুড়ে সোনার বাজার ছিল অস্থিতিশীল। দুয়েকদিন পর পরই সোনার দর সংশোধন করতো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল সোনার দাম বেড়ে রেকর্ড ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা হয়। তার পর ধীরে ধীরে আবার সোনার দাম কমতে থাকে। গত ২ মে পর্যন্ত ভরিতে সোনার দাম কমে প্রায় ১০ হাজার টাকা। এর পর থেকেই সোনার দর বাড়তে থাকে। সর্বশেষ গত ৭ মে একদিনেই সোনার দাম বাড়ে ৬ হাজার ২৮৭ টাকা।
সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আজ শনিবার (১১ মে) সোনার দাম ভরিতে বাড়ল ১ হাজার ৮৩২ টাকা। ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম এখন দাঁড়াল ভরিপ্রতি ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা, যা রেকর্ডের কাছাকাছি। এদিন গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করা হয়। রোববার (১২ মে) থেকে সোনার নতুন এই দাম কার্যকর করা হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ১২ মে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৯৫২ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ৯৫ হাজার ৯৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৩৩৯ টাকা।
তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর কোনো ঘোষণা দেয়নি বাজুস। আগের ঘোষণায় ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকাই রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ৭ মে সোনার দাম পুনর্নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
সারাবাংলা/পিটিএম