Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডোনাল্ড লু’র আসার খবরে বিএনপি ফের ক্ষমতার স্বপ্নে বিভোর’

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ১৯:৩৬ | আপডেট: ১১ মে ২০২৪ ২৩:০১

ঢাকা: মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশে আসার খবরে বিএনপি ফের ক্ষমতার স্বপ্নে বিভোর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে। বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আসবে না, কেউ আসবে না।

শনিবার (১১ মে) দুপুরে মোহাম্মদপুর গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘টেলিভিশনে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে আসার খবর দেখে বিএনপি নেতারা চাঙ্গা হয়ে গেছেন। তারা ফের ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছেন।’

সরকার ভারতের দালালি করছে- বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ক্ষমতা চাই না, বন্ধুত্ব চাই। শত্রুতা আমাদের ক্ষতি করেছে। আমরা সে অবস্থায় আর ফিরে যেতে চাই না। ভারত আমাদের বন্ধু, তাই আমরা অনেক কিছু দেশটির কাছ থেকে আদায় করতে পেরেছি।’

তিনি বলেন, ‘ভারত বিরোধিতা বিএনপির দ্বিচারিতা। তারা নিজেরাই যে ভারতের দালাল, এর অসংখ্য উদাহরণ আছে।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের জনগণ, অন্য কোনো দেশ আওয়ামী লীগের শক্তির উৎস নয়।’

জনগণ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে- বিএনপির এমন দাবি প্রসঙ্গে কাদের বলেন, ‘যে ৩৬ শতাংশ মানুষ ভোট দিয়েছেন তারা কারা? তারা এই দেশের জনগণ। তারা শেখ হাসিনার উন্নয়নে মুগ্ধ।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুরনাহার লাইলী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ মহানগর ও সহযোগী সংগঠনের নেতারা। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/পিটিএম

টপ নিউজ ডোনাল্ড লু বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর