Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে নর সুন্দরকে মারধর, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ১৭:৪৭

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের একটি সেলুনে ভাঙচুর ও নর সুন্দরকে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।

শনিবার (১১ মে) সকাল ১১টার দিকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। এর আগে, বৃহস্পতিবার (৯ মে) ওয়াগ্গার শীলছড়ি এলাকায় তরুণ চন্দ্র মজুমদারের সেলুনে হামলার ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- আব্দুল শুক্কুর (৪০) ও আলমগীর (৪০)। তারা দুইজন কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলাকার বাসিন্দা।

মামলা এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শীলছড়ি এলাকার সেলুন দোকানকার তরুণ চন্দ্র মজুমদারের দোকানে দুই আসামি ভাঙচুর ও চালায়। এ সময় নর সুন্দর তরুণ মজুমদারকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। দোকানের টাকা লুট ও চুল কাটার মেশিন ছিনিয়ে নিয়ে যায় দুই আসামি।

এ ঘটনার ভুক্তভোগী নর সুন্দর তরুণ মুজমদার বাদী হয়ে শুক্রবার (১০ মে) কাপ্তাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দুই আসামিকে থানা পুলিশ শীলছড়ি থেকে গ্রেফতার করেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, ঘটনায় জড়িত দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/ইআ

গ্রেফতার ২ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর