ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত, কালও দেশজুড়ে থাকবে বৃষ্টির প্রবণতা
১১ মে ২০২৪ ১৭:৫৪ | আপডেট: ১১ মে ২০২৪ ২০:০৯
ঢাকা: গত তিন দিন ধরে দেশের কোথাও রোদ, কোথাও বৃষ্টি। গত কয়েকদিন জেলা শহরের তুলনায় রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ কম ছিল। কিন্তু শনিবার (১১ মে) রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকালের বৃষ্টিতে রাজধানী বেশ কিছু এলাকা ডুবে যায়। সেই জলাবদ্ধতা দুপুর নাগাদ কোথাও কোথাও ছিল। এদিকে, আবহাওয়া অধিদফতর বলছে, রোববারও দেশজুড়ে বৃষ্টির প্রবণতা থাকতে পারে।
শনিবার (১১ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রোববারও দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। আর সোমবারের (১৩ মে) আবহাওয়ার পূর্বাভাস বলছে, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে, শনিবার (১১ মে) সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ অধিদফতর। বৃষ্টিপাতের কারণে গরম কম অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সারাবাংলা/জেআর/পিটিএম