Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই: বীর বাহাদুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ১৬:০৬

বান্দরবান : এই সরকার মানুষের কল্যাণে ও দেশের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

শনিবার (১১ মে) দুপুরে বান্দরবানের বাস স্টেশন এলাকায় বায়তুশ শরফ জামে মসজিদের দুই তলা ভবন উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ পার্বত্য জেলার প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে স্কুল-কলেজ নির্মাণ করা হয়েছে। কৃষি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে প্রত্যেক জায়গায় উন্নয়ন হয়েছে। পাকা রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, কেয়াং, গির্জা এমনকিছু বাদ নেই যেখানে উন্নয়ন হয়নি। প্রত্যেকটি উন্নয়ন ও সব নাগরিক সুযোগ সুবিধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পৌর মেয়র শামসুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ চট্টগ্রাম প্রধানমন্ত্রী বীর বাহাদুর শেখ হাসিনা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর